আমাদের পথচলার ইতিহাস
একটি ছোট্ট চারা থেকে আজকের এই মহীরুহে পরিণত হওয়ার গৌরবময় যাত্রা।
1992
মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ইতিহাস
মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, মির্জানগর, সাভার, ঢাকা—এই অঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ সাহেব।
মির্জা গোলাম হাফিজ সাহেব ১৯২০ সালে পঞ্চগড় জেলার মির্জানগরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকেই মেধাবী ও শিক্ষানুরাগী ছিলেন। উচ্চশিক্ষা অর্জনের পর তিনি একজন সফল আইনজীবী (Lawyer) হিসেবে খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীতে বাংলাদেশের আইনমন্ত্রী (Law Minister) হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষার প্রসারে তাঁর গভীর আগ্রহ থেকেই তিনি সাভার এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে উদ্যোগ নেন। সেই লক্ষ্যেই তিনি ১৯৯২ সালে মির্জানগর সাভারে “মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ” প্রতিষ্ঠা করেন। কলেজটি স্বল্প সময়ের মধ্যেই এলাকায় উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।
কলেজটি ১৯৯৫ সালে এমপিওভুক্ত (MPO) হয়, যার ফলে সরকারি সহায়তায় শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং কলেজের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হয়ে ওঠে।
মির্জা গোলাম হাফিজ সাহেবের এই অবদান শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সমাজ ও জাতির উন্নয়নেও এক অমলিন দৃষ্টান্ত হিসেবে রয়ে গেছে। তাঁর প্রতিষ্ঠিত এই কলেজ আজও তাঁর শিক্ষা-দর্শন ও মানবসেবার প্রতীক হিসেবে এলাকার মানুষকে আলোকিত করে যাচ্ছে।